July 7, 2015

Computer

  • মাত্র এক মিনিটে আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে নিন।

  • কম্পিউটার ধীরগতি হলে কি করবেন?

আমাদের অনেকের কাজ করতে করতে মাঝে  মধ্যে  আস্তে আস্তে কাজ করে বা চলতে চলতে হঠাৎ করে ধীরগতি হয়ে যায় । আর তার সাধারণত


 প্রথম কারণ হিসাবে র‌্যামই দায়ী। আবার একসাথে 
একাধিক সফটওয়ার দিয়ে কাজ করলে প্রায় সময় কম্পিউটার
 হ্যাং করে। তবে হ্যা এ থেকে আপনার কম্পিউটারের ভার্চুয়াল মেমরী বাড়িয়ে পরিত্রাণ পেতে পারেন।
প্রথমে ভার্চুয়াল মেমরী বাড়ানোর জন্য My computer  এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties এর যান । এখন Advance ক্লিক করে performance এর settings এ ক্লিক করুন । আবার Advance এ ক্লিক করুন । এখন change এ ক্লিক করুন । একটি নতুন উইন্ডো আসবে একে Initial size ও Maximum size এ আপনার পছন্দ মত  size লিখে set এ ক্লিক করে ok করে বেড়িয়ে আসুন । তবে Initial size এ র‌্যামের size  এর চারগুন দিলে ভাল হবে।

No comments:

Post a Comment