মাত্র এক মিনিটে আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে নিন।
কম্পিউটার ধীরগতি হলে কি করবেন?
আমাদের অনেকের কাজ করতে করতে মাঝে মধ্যে আস্তে আস্তে কাজ করে বা চলতে চলতে হঠাৎ করে ধীরগতি হয়ে যায় । আর তার সাধারণত
একাধিক সফটওয়ার দিয়ে কাজ করলে প্রায় সময় কম্পিউটার
হ্যাং করে। তবে হ্যা এ থেকে আপনার কম্পিউটারের ভার্চুয়াল মেমরী বাড়িয়ে পরিত্রাণ পেতে পারেন।
প্রথমে ভার্চুয়াল মেমরী বাড়ানোর জন্য My computer এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties এর যান । এখন Advance ক্লিক করে performance এর settings এ ক্লিক করুন । আবার Advance এ ক্লিক করুন । এখন change এ ক্লিক করুন । একটি নতুন উইন্ডো আসবে একে Initial size ও Maximum size এ আপনার পছন্দ মত size লিখে set এ ক্লিক করে ok করে বেড়িয়ে আসুন । তবে Initial size এ র্যামের size এর চারগুন দিলে ভাল হবে।
No comments:
Post a Comment