July 7, 2015

Skype


উইন্ডোজ ৮ এ্যাক্টিভেট ও জেনুইন করুন Skype দ্বারা






জেনুইন উইন্ডোজ এর জন্য প্রথমেই দরকার একটা জেনুইন প্রোডাক্ট কি। প্রায়ই উইন্ডোজ এর জেনুইন ম্যাক কি (Multiple Activation Key) নেটে লিক হয় এবং যথারীতি লিক হওয়ার কিছু দিনের মধ্যেই মাইক্রোসফট কি গুলো ব্লক করে দেয়। তবে ব্লক করার আগ পর্যন্ত Activation Limit শেষ হয়ে গেলেও কি গুলো দ্বারা Activate by Phone মেথডে উইন্ডোজ এ্যাক্টিভেট করা যায়।

Thepiratebay.se থেকে এখনও ব্লক হয়নি এমন কিছু MAK পেলাম এবং আজই আমার অফিসের পিসির উইন্ডোজ ৮ এন্টারপ্রাইজ Skype দ্বারা এ্যাক্টিভেট করলাম।

নিচের প্রোডাক্ট কি গুলোর Activation Limit শেষ হয়ে গেলেও এখনও ব্লক করা হয়নি। সুতরাং ব্লক করার আগেই যথাশীঘ্র আপনার উইন্ডোজটি এ্যাক্টিভেট ও জেনুইন করে নিন।
VG99Q-8NWVK-3BYKK-TGFF6-V49VC
KGQND-Q2HH6-XHXHC-89VWW-82KVC
3HBY3-3GNXP-22R96-CCMCB-HT67C
প্রোডাক্ট কি পরিবর্তন করতে Administrator মুডে Command Prompt ওপেন করুন এবং নিচের কমান্ড ব্যবহার করুন।
slmgr /ipk VG99Q-8NWVK-3BYKK-TGFF6-V49VC
এর পর Activate by Phone অপশনে যেতে নিচের কমান্ড লিখুন
slui 4
Country হিসাবে United Kingdom সিলেক্ট করুন।

এরপর Skype দিয়ে +448000188354 নম্বরে কল করুন, পয়সা লাগবে না। কল রিসিভ হলে Instruction অনুযায়ী 1 চেপে Home User সিলেক্ট করুন তারপর # চাপুন এবং Instruction অনুযায়ী Installation ID প্রবেশ করান। Installation ID গুলো প্রবেশ করাতে Skype এর ডায়াল প্যাড ব্যবহার করুন, একটা একটা করে কি চেপে চেপে প্রবেশ করাতে হবে, একবারে কপি পেস্ট মারলে হবে না। আপনার Confirmation ID জেনারেট হবে। Number of Computer এ 1 সিলেক্ট করুন। ব্যস Confirmation ID দিয়ে এক্টিভেশন সম্পন্ন করুন।

No comments:

Post a Comment