July 7, 2015

online earn

 

যাদের ওয়েব সাইট বা ব্লগ সাইট আছে তাদের জন্য সহজ আয়ের একটি উপায়।

আমরা অনেকে ইন্টারনেট থেকে সহজে আয় করতে চায় আসলে সহজে আয় করার জন্য কোন সহজ উপায় নেই। তাও অনেক খোজ খবর নিয়ে আপনাদের জন্য আজ একটি সহজ আয়ের পথ নিয়ে আসলাম । যারা এই সম্পর্কে জানেন তার কমেন্ট করে জানাবেন । এবং আপনি কত আয় করেছেন তা বলতে বুলবেন না।

আসুন আসল কথায়
1. কাজ নাম: বিজ্ঞান প্রকাশ করে আয় (পপ আপনার সাইটে কেউ 2. ভিজিট করলে অটো বিজ্ঞাপন দেখাবে)
3. যারা করতে পারবে : যাদরে ওয়েব সাইট বা ব্লগ সাইট আছে তারা ।
4. কত টাকা আয় হবে : এক কথায় উত্তর দিতে পারবো না।
5. কত টাকা হলে উঠাতে পারব: ১০ দশ ডলার
6. কীভাবে উঠাব : পেপাল, পেইজা ইত্যাদি।


প্রশ্ন উত্তর শেষ এখন কাজ শুরু করি: ধাপে ধাপে

১. প্রথমে এই www.popcash.net  একাউন্ড করুন। একটি ফরম আসবে তা পূরণ করুন।
২. আপনার ওয়েব সাইট বা ব্লগ যোগ করুন। (এপপ্রোপ করতে ২৪ ঘন্টা সময় নিবে)
৩. এর পর আপনি কোড লগ অন করে কোড এ যাবেন
৪. সেখানে যে কোন আছে তা আপনার ওয়েব সাইটে বা ব্লগে HTML অংশে এড এ গেজেট এর মাধ্যমে যোগ করবেন।
৫. কাজ শেষ ।
৬. আশা করি ১০-১৫ মধ্যে আপনার একাউন্ডে ১০ বা তার বেশি টাকা জমা হবে।

No comments:

Post a Comment