GP net
৩ দিনের জন্য GP Unlimited Internet প্যাকেজ ব্যবহার করতে পারবেন। ১৫% ভ্যট সহ আপনার খরচ হবে মোট ২৭ টাকা।
আমার মত যারা একটু টানাটানিতে আছেন, তাদের মনে হয় বেশ কাজে দিবে।
এই প্যাকেজ ব্যবহার করতে নিচের Step গুলো Follow করুনঃ-
- প্রথমে
একটি GP Sim এবং একটি Symbian Support করে এমন অথবা N-series এর সেট জোগার
করুন। (আমার জানামতে Internet Use করা যায় এমন যেকোন সেট দিয়েই করা জায়,
তবে আমি Nokia N70 Set দিয়ে Active করেছি)।
আপনার যদি কোন N-series এর সেট না থাকে তবে কোন বন্ধুর কাছ থেকে ৫ মিনিটের জন্য ধার করে নিন।
- এবার সেটের মেসেজ অপশন এ গিয়ে BACKUP লিখে 6000 নম্বরে পাঠিয়ে দিন।
- মনে
রাখবেন, যে সেট দিয়ে কাজ করবেন, সেটাতে যেন Internet Active করা থাকে।
কেননা কিছুক্ষনের মধ্যে আপনার কাছে একটি মেসেজ আসবে, যেটিতে এখন আপনাকে ১
মিনিটের জন্য ঢুকতে হবে।
- আশা করি মেসেজ পেয়ে গেছেন। এবারে Address টিতে ঢুকে পরুন এবং "Click Here" এ ক্লিক করুন।
- ব্যস
আপনার কাজ শেষ! ২ মিনিটের মাথায় আপনি আর একটি মেসেজ পাবেন, যেখানে আপনাকে
জানানো হবে যে, আপনার Backup Service চালু হয়ে গেছে এবং আমাদের কাংখিত ৩
দিনের EDGE Service ও চালু হয়ে গেছে।
তাহলে আর দেরি কিসের? এখনি ৩ দিনের জন্য Unlimited Internet ব্যবহার করা শুরু করে দিন।
Note:-
এই প্যাকেজ USE করতে হলে আপনার সীম এ অবশ্যই ৪৫ টাকার উপরে ব্যালেন্স
থাকতে হবে। তবে ভয় নেই, আপনার Account থেকে ২৭ টাকা কেটে নেয়া হবে।
একটি সীম দিয়ে মাসে একবার এই Service ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ৩ দিন শেষ হয়ে গেলে UNSUB লিখে 6000 এ একটি মেসেজ পাঠিয়ে দিন।
No comments:
Post a Comment