July 11, 2015

Phone

Android এ ফাইল হাইড করুন কোনো এপ ছাড়াই!!!

Android এ ফাইল হাইড করুন কোনো এপ ছাড়াই!!!
যদিও এটা অনেক পুরানো টিপ্স
এবং অনেকেই যানে।তবুও দিলাম।
আমরা মেমোরি কার্ডে অনেক
দরকারী / গোপনীয় জিনিস রাখি।
যা অন্যদের দেখাতে চাই না।আবার
এসব ফাইল/ফোল্ডার হাইড করার জন্য
অনেকে আবার অনেক এপ ইউজ করেন।
কিন্তু এবার এপ ছাড়াই ফাইল হাইড
করে ফেলুন।
কাজের ধাপঃ
প্রথমে যে ফাইল/ফোল্ডারটি হাইড
করবেন তা চাপ দিয়ে ধরুন। more option
থেকে rename অপশনে যান।
ফাইলটি রিনেম করার আগে . যোগ করুন।
ধরি,ফোল্ডারটির নামঃTalha
তাহলে রিনেম অপশন থেকে এরকম
করে রিনেম করুনঃ .Talha অর্থাৎ Talha এর
আগে ডট যোগ করুন। এবার সেভ করুন।
ব্যস।কাজ শেষ।তাহলেই দেখবেন ওই
ফাইল/ফোল্ডারটি হাইড হয়ে গেছে।
হাইড করা ফাইল দেখবো কিভাবেঃ sd
card এ যান। মোবাইলের মেনু
বাটনে ক্লিক করুন।(মিডল,ব্যক বাটন
বাদে যে বাটন আছে,ওটাই মেনু বাটন)
show hidden file এ ক্লিক করুন।
{বি.দ্রঃপুরো ফোল্ডার হাইড
করবেন,তাহলে আর
গ্যলারীতে দেখা যাবে না।
তাহলে হাইড করা ফাইল
দেখতে পাবেন।এবং আগের অবস্থায়
ফিরিয়ে আনতে রিনেম করে ডট
কেটে দিন।}

No comments:

Post a Comment